
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আজ মঙ্গলবার নবীনগর থানা পুলিশ জিনোদপুর ইউনিয়নের চারপাড়গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা,ডাকাতি, চুরি, পুলিশকে আক্রমণ সহ পাঁচটি মামলা রয়েছে। নবীনগর থানা পুলিশ ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও আসামি শাহাবুদ্দিনকে ধরতে ব্যর্থ হয়।
আজ ২১/১/২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নবীনগর থানা পুলিশ জিনোদপুর ইউনিয়নের চারপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
শাহাবুদ্দিনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা,ডাকাতি, চুরি, পুলিশকে আক্রমণ সহ পাঁচটি মামলা রয়েছে। নবীনগর থানা পুলিশ ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও আসামি শাহাবুদ্দিনকে ধরতে ব্যর্থ হয়। শাহাবুদ্দিনকে আটক করলে তার নিকট দুটি দেশীয় তৈরি ২বন্দুক,২রাউন্ড কার্তুজ তিনটি ল্যাপটপ একটি সিপিও ও একটি প্রজেক্টর উদ্ধারকরে। জানা যায় গত ১০-১৫ দিন আগে বাঙ্গরা এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের কম্পিউটার ল্যাপটপ ও প্রজেক্টর চুরি হয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান উদ্ধারকৃত এসব কম্পিউটার ল্যাপটপ প্রজেক্টর বাঙ্গরা এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল।