Dhaka 5:47 pm, Saturday, 15 March 2025

নাসিরনগরে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে সদর ইউনিয়নের টেকানগর গ্রামের ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার।
২৯ অক্টোবর ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে ওমর আলী(২৮) স্বাক্ষর জালিয়াতি করে নামজারি করতে এসে  সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার মহোদয়ের হাতে ধরা পড়ে জেল হাজতে প্রেরণ।
ঘটনার বিবরণ প্রকাশ, টেকানগর গ্রামের ওমর আলী নাসিরনগর সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি মোকদ্দমা আবেদন করলে দলিলগুলোর স্বাক্ষর সন্দেহ প্রতীয়মান হওয়ায় এর সঠিকতা যাচাই করার জন্য সহকারী কমিশনার ভূমি সাবরেজিস্টার জামাল উদ্দিন কে অবগত করলে তিনি ২৮/১০/২৪ খ্রিঃ ২৩৯ নং স্মারক আলোকে দলিল গুলোর ছায়া কপির সাথে মিল পাওয়া যায় নি বলে জানান। নামজারি মোকদ্দমা  আবেদনকারীদের শুনানি কালে উক্ত দলিলগুলোর জালিয়াতি বিষয়ে জিজ্ঞাসা করলে নাসিরনগর সাবরেজিস্টার অফিসের নকলনবীশ জড়িত আছে বলে স্বীকারোক্তি দেয়।
পরবর্তীতে দলিল লেখকদের সহযোগিতায় ওমর আলীকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আছে বলে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর নিকট স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন/২০২৩ এর ৪ও ৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নাসিরনগরে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে গ্রেফতার ১

Update Time : 08:34:01 pm, Wednesday, 30 October 2024
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে সদর ইউনিয়নের টেকানগর গ্রামের ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার।
২৯ অক্টোবর ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে ওমর আলী(২৮) স্বাক্ষর জালিয়াতি করে নামজারি করতে এসে  সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার মহোদয়ের হাতে ধরা পড়ে জেল হাজতে প্রেরণ।
ঘটনার বিবরণ প্রকাশ, টেকানগর গ্রামের ওমর আলী নাসিরনগর সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি মোকদ্দমা আবেদন করলে দলিলগুলোর স্বাক্ষর সন্দেহ প্রতীয়মান হওয়ায় এর সঠিকতা যাচাই করার জন্য সহকারী কমিশনার ভূমি সাবরেজিস্টার জামাল উদ্দিন কে অবগত করলে তিনি ২৮/১০/২৪ খ্রিঃ ২৩৯ নং স্মারক আলোকে দলিল গুলোর ছায়া কপির সাথে মিল পাওয়া যায় নি বলে জানান। নামজারি মোকদ্দমা  আবেদনকারীদের শুনানি কালে উক্ত দলিলগুলোর জালিয়াতি বিষয়ে জিজ্ঞাসা করলে নাসিরনগর সাবরেজিস্টার অফিসের নকলনবীশ জড়িত আছে বলে স্বীকারোক্তি দেয়।
পরবর্তীতে দলিল লেখকদের সহযোগিতায় ওমর আলীকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আছে বলে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর নিকট স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন/২০২৩ এর ৪ও ৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।