
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছে হাঙ্গেরি। দেশটি জানিয়েছে, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না। এর আগেও হাঙ্গেরি এই অবস্থান জানিয়েছিল।
বুদাপেস্টে কূটনৈতিক সফরের সময় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর হাঙ্গেরির অবস্থানের প্রশংসা করেন।
তিনি হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আইসিসি রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত… গণতান্ত্রিক একটি দেশ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং আন্তর্জাতিক ও আইনের শাসনের অধীনে কাজ করছে, তখন তার বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন’।
এর আগে, আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছিলেন, তার দেশ এটি কার্যকর করবে না এবং নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানান।
সিজিয়ার্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘যেহেতু যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হচ্ছে, তাই বন্দি হাঙ্গেরিয়ান নাগরিক মুক্তির সুযোগ পেতে পারেন’।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রায়ই নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে।
এর আগে ইতালি সফরের পর গত সপ্তাহে সা’আরের হাঙ্গেরি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে মন্ত্রিসভা ভোটে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ইসরাইলে ফিরে যান।