
ঝিনাইদহের মহেশপুরে চাঁদাবাজি,টেন্ডারবাজি,লুট তরাজসহ বিভিন্ন অনৈতিক কায্যকলাপ বন্ধের দাবিতে সোমবার সকালে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
সকালে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পরে শহীদ আবু সাঈদ চত্তরে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সম্বনয়ক হামিদুর রহমান রানার সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামিল হাসান, আবু হানিফ,মকলেচুর রহমান, আনাচ উদ্দীন,আছিফ উদ্দীন প্রমুখ।
বক্তরা বলেন অতি সত্তর মহেশপুরে চাঁদাবাজি,টেন্ডারবাজি,লুট তরাজসহ বিভিন্ন অনৈতিক কায্যকলাপ বন্ধ করতে হবে। না হলে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বসে থাকবেনা।