Dhaka 9:19 am, Saturday, 15 March 2025

আনিসুল হক ও সালমান এফ রহমান ১০ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : 07:52:10 pm, Wednesday, 14 August 2024
  • 176 Time View

সংবাদ দিগন্ত ডেস্কঃ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।

এর আগে বিকেলে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হয়। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

এ সময় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হক ও সালমান এফ রহমানের নামে নানা স্লোগান দিতে থাকেন।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন। অনেক মন্ত্রী–এমপিও রয়েছেন আত্মগোপনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

শুনানি সামনে রেখে বুধবার দুপুরের পর থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে আনার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাখা হয় গারদ খানায়।

নিউজ/শামীম/স-দি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আনিসুল হক ও সালমান এফ রহমান ১০ দিনের রিমান্ডে

Update Time : 07:52:10 pm, Wednesday, 14 August 2024

সংবাদ দিগন্ত ডেস্কঃ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।

এর আগে বিকেলে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হয়। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

এ সময় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হক ও সালমান এফ রহমানের নামে নানা স্লোগান দিতে থাকেন।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন। অনেক মন্ত্রী–এমপিও রয়েছেন আত্মগোপনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

শুনানি সামনে রেখে বুধবার দুপুরের পর থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে আনার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাখা হয় গারদ খানায়।

নিউজ/শামীম/স-দি