প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ড লাইফ’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি সংস্থাটির ফেসবুক পেজে জানানো হয়, অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন। প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে কাজী নওশাবার সংবেদনশীলতা সকলেরই জানা।
তার হাত ধরে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার ইতিবাচক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করে নওশাবা বলেন, যেকোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনো দেখা যাচ্ছে, কতো বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়। বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেকদিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি।