
এবার বীরত্বের গল্প লিখলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। চ্যাম্পিয়নস লীগে প্রথম লেগে অতিমানবীয় হয়ে ওঠেন আলিসন বেকারের। মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আরেক আলিসন হয়ে উঠলেন দোন্নারুম্মা। অ্যানফিল্ডে শুরুতেই এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুল আধিপত্য বিস্তার করলেও চীনের প্রাচীর হয়ে রইলেন ইতালিয়ান গোলকিপার। খেলা টাইব্রেকারে গড়ালে সেখানেও দু’টি সেভ করে জয়ের নায়ক দোন্নারুম্মাই। ৪-১ গোলে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল পিএসজি।
শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত পারফর্মেন্সের পরও জয় থেকে বঞ্চিত থাকে পিএসজি। ১-০ গোলে হারের পর ফিরতি লেগেও অসাধারণ ফুটবল খেললো প্যারিস। অ্যানফিল্ডে এদিন ১৯টি শটের মধ্যে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। প্রথম ছয় মিনিটের মধ্যেই দারুণ দু’টি সুযোগ তৈরি করেন মোহাম্মদ সালাহ। দশ মিনিটের মধ্যে আরও চারটি সুযোগ তৈরি করে লিভারপুল। তবে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি অলরেডরা। চাপ সামলে নিয়ে ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে পিএসজি। দ্বাদশ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় প্যারিসিয়ানরা। ব্র্যাডলি বার্কোলার দিকে বল বাড়িয়ে দ্রুত ডি বক্সের মধ্যে ঢুকে যান উসমান দেম্বেলে। ফিরতি পাস পেয়ে লিভারপুলের দুই ডিফেন্ডার ও গোলকিপার আলিসনের মাঝ দিয়ে বল বের করে ফেলেন দেম্বেলে। ফাঁকা জালেই হালকা ছোঁয়ায় জালে বল জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লীগে ২০১৭’র সেপ্টেম্বরের পর দ্রুততম সময়ে গোল হজম করল লিভারপুল।