
‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। এরমধ্যে আবারো বিতর্কে জড়ালেন অভিনেতা আল্লু অর্জুন। ছবির একটি দৃশ্য নিয়ে এবার তার বিরুদ্ধে মামলা করলেন কংগ্রেস নেতা তথা তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য টি মাল্লানা। শুধু তাই নয়, ছবির পরিচালক সুকুমারের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। সিনেমার একটি দৃশ্য নিয়ে তার আপত্তি। ওই দৃশ্যে আল্লু অভিনীত চরিত্র পুষ্পার সুইমিং পুলে প্রস্রাব করার একটি দৃশ্য রয়েছে। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এক অভিনেতাকেও সেই সুইমিং পুলে দেখা যায়। দৃশ্যটি নিয়েই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ছবির ওই দৃশ্যটিকে ‘অবমাননাকর’ বলে দাবি কংগ্রেস নেতার। তার দাবি, যেভাবে ওই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়, তাতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের মর্যাদা ক্ষু্ণ্ণ হয়েছে। আল্লু এবং ছবির পরিচালক, দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি জানিয়েছেন সেই কংগ্রেস নেতা।