
ঝিনাইদহের মহেশপুরে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টারের সাথে বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত রাতে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করে আব্বাসের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যায় জাফর আলী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। অভিযুক্তকারী আব্বাস মাস্টার সামান্ত ইউনিয়ান জামাতের সদস্য বলে জানাযায় ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা সময়ের আলোকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির কর্মী জাফর আলীকে আব্বাসের লোকজন পিটিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।