
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এ সময় ডাকাতরা ওই চার্জার অটোভ্যানের যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোভ্যানটি ডাকাতি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, নজরপুর বাজারের পাশে ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই চার্জার অটোভ্যানটি হাসুয়া, কাতাসহ দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোভ্যানটি কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা জানতে পেরে যাত্রীদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ওই চার্জার অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে এই ডাকাতির ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। পুলিশ সুপার রেজাউল করিম জানান, এটি ডাকাতির ঘটনা নয়। কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই করেছে।