
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মালশন ব্রীজের মোড় এলাকা থেকে গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেপ্তারকৃত ডাকাত সাতজন হলো- মেহেদী হাসান আকাশ (২০), মোহন ওরফে শাহিন (২৫), শাকিল ওরফে শান্ত (২৪), সিরাজুল ইসলাম জিয়া (৩২), খায়রুল ইসলাম জয় (২৪), হৃদয় হোসেন (২৪) ও ইশতিয়াক আহম্মেদ সিহাব (২৫)। তাদের তল্লাশি করে একটি বার্মিজ চাকু, তিনটি লোহার হাতুড়ি, একটি হাসুয়া, একটি খেলনা পিস্তল, একটি খুড়, একটি বড় রশি, একটি চামড়ার ব্যাগ, চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, গতকাল রাত সাড়ে তিন ঘটিকার সময় রাত্রিকালীন দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সান্তাহার পৌর শহরের মালশন মোড় এলাকায় কতিপয় যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তৎক্ষনাৎ উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে আটক করি। এরপর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনির শ্রী জীবন কুমার সরকারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরো চারজন ডাকাতকে আটক করা হয়। এ সময় রাজু নামের একজনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ডাকাত অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরো পড়ুন:আদমদিঘীতে শেষ মুহূর্তে জমে উঠেছে জমজমাট ঈদ কেনাকাটা
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলেন, গতকাল রাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দুইটি স্থানে অভিযান চালিয়ে মোট সাতজন ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান অবস্থায় আছে। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
One thought on “সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার”