
দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলেও বাসের মতো হাফ ভাড়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি তাদের। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানানো হয়।
আরো পড়ুন:সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যুবক আটক
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
আরো পড়ুন:অন্য দলের নিয়ন্ত্রণ থেকে বেরোনোর চেষ্টা করছি : জি এম কাদের
তারা আরও বলেন, এমনিতেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীদের কাছে মেট্রো ভাড়া অনেক। সরকার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে অঙ্গীকার করলেও ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়টি মাথায় রাখেনি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবি তাদের।
2 thoughts on “মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন”