Dhaka 4:48 pm, Sunday, 16 March 2025

চট্টগ্রামে ফ্ল্যাট বিক্রয় করার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেন মানিষা ও রহিম নামে দুই প্রতারক

বন্দর নগরীর চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং মোঃ আলম বিল্ডিং বড়বাড়ী নিজ বাড়ির ৩ য় তালায় ৯৮০  বর্গফুট ফ্ল্যাট বিক্রয় করার কথা বলে  ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে নেন দুই প্রতারক  মানিষা ও তাহার স্বামী মো: রহিম নামে ভুক্তভোগী ব্যক্তি মোঃ নজরুল ইসলাম আরো বলেন আমি যখন ফ্ল্যাট রেজিষ্ট্রী করে দেওয়ার জন্য চাহিলে প্রদানে অপারগতা  প্রকাশ  করেন প্রতারক মানিষা  এবং মানিষার  কাছে থেকে ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম  পাওনা টাকা চাহিলে ও তাহার স্বামী রহিম নামে প্রতারক  বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করিতে শুরু করে। এছাড়া মোঃ নজরুল ইসলামে কাছে থাকা চেক তাহার নিকট রক্ষিত চেক ফেরত না দিলে কিংবা কোন মামলা করিলে মোঃ নজরুল ইসলাম কে মারাত্মক ক্ষতি করিবে মর্মে হুমকি দেয় এমনকি মোঃ  নজরুল ইসলাম কে কোন টাকা ফেরত দিবে না মর্মে সাফ জানিয়ে দেয় উক্তরূপ হুমকি প্রেক্ষিতে মোঃ নজরুল ইসলাম বিগত ১২। ১। ২০২৪ ইংরেজি তারিখে বিকাল ৫ ঘটিকার সময় পাওনা টাকার জন্য মানিষার বসতগৃতে গেলে হঠাৎ করে মানিষার তাহার দলবল জড়ো হয়ে যায় এবং মোঃ  নজরুল ইসলাম কে আটক করিয়া ফেলে একপর্যায়ে মানিষার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত মোঃ নজরুল ইসলামের বাম চোখের উপরে লাগিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম  করে নজরুল ইসলামের সারা শরীরে এলোপাতাড়ী কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখম করে তখন নজরুল ইসলাম চিৎকারে আশে পাশে থাকা ও স্থানীয় গণ্যমান্য লোকজন আগইয়া আসিয়া নজরুল ইসলামকে উদ্ধার করে  তখন নজরুল ইসলাম গুরুতার আহত অবস্থায় দ্রুত তাহাদের নিজস্ব চিকিৎসা কেন্দ্র গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন : অতএব উপরোক্ত নজরুল ইসলাম বাদী হয়ে আনীত অভিযোগ গ্রহণ করিয়া আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করিতে বিহীত মর্জি হয় মোঃ নজরুল ইসলাম একজন বিক্রয় ও বিতান বিভিগ দক্ষিণ হালিশহর লাইন সাহার্য্যকারী বিদ্যুৎ অফিস পেশা পিডিবি কর্মচারী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চট্টগ্রামে ফ্ল্যাট বিক্রয় করার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেন মানিষা ও রহিম নামে দুই প্রতারক

Update Time : 03:17:45 pm, Sunday, 17 March 2024

বন্দর নগরীর চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং মোঃ আলম বিল্ডিং বড়বাড়ী নিজ বাড়ির ৩ য় তালায় ৯৮০  বর্গফুট ফ্ল্যাট বিক্রয় করার কথা বলে  ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে নেন দুই প্রতারক  মানিষা ও তাহার স্বামী মো: রহিম নামে ভুক্তভোগী ব্যক্তি মোঃ নজরুল ইসলাম আরো বলেন আমি যখন ফ্ল্যাট রেজিষ্ট্রী করে দেওয়ার জন্য চাহিলে প্রদানে অপারগতা  প্রকাশ  করেন প্রতারক মানিষা  এবং মানিষার  কাছে থেকে ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম  পাওনা টাকা চাহিলে ও তাহার স্বামী রহিম নামে প্রতারক  বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করিতে শুরু করে। এছাড়া মোঃ নজরুল ইসলামে কাছে থাকা চেক তাহার নিকট রক্ষিত চেক ফেরত না দিলে কিংবা কোন মামলা করিলে মোঃ নজরুল ইসলাম কে মারাত্মক ক্ষতি করিবে মর্মে হুমকি দেয় এমনকি মোঃ  নজরুল ইসলাম কে কোন টাকা ফেরত দিবে না মর্মে সাফ জানিয়ে দেয় উক্তরূপ হুমকি প্রেক্ষিতে মোঃ নজরুল ইসলাম বিগত ১২। ১। ২০২৪ ইংরেজি তারিখে বিকাল ৫ ঘটিকার সময় পাওনা টাকার জন্য মানিষার বসতগৃতে গেলে হঠাৎ করে মানিষার তাহার দলবল জড়ো হয়ে যায় এবং মোঃ  নজরুল ইসলাম কে আটক করিয়া ফেলে একপর্যায়ে মানিষার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত মোঃ নজরুল ইসলামের বাম চোখের উপরে লাগিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম  করে নজরুল ইসলামের সারা শরীরে এলোপাতাড়ী কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখম করে তখন নজরুল ইসলাম চিৎকারে আশে পাশে থাকা ও স্থানীয় গণ্যমান্য লোকজন আগইয়া আসিয়া নজরুল ইসলামকে উদ্ধার করে  তখন নজরুল ইসলাম গুরুতার আহত অবস্থায় দ্রুত তাহাদের নিজস্ব চিকিৎসা কেন্দ্র গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন : অতএব উপরোক্ত নজরুল ইসলাম বাদী হয়ে আনীত অভিযোগ গ্রহণ করিয়া আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করিতে বিহীত মর্জি হয় মোঃ নজরুল ইসলাম একজন বিক্রয় ও বিতান বিভিগ দক্ষিণ হালিশহর লাইন সাহার্য্যকারী বিদ্যুৎ অফিস পেশা পিডিবি কর্মচারী।