
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি সহায়তা এবং বাইসাইকেল প্রদান করেন।
আরো পড়ুন:আদমদীঘিতে সরকারি ১৪ বস্তা চাল ও মদ উদ্ধার
উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিক্ষার্থী জানান আমরা অনেক গরীব, আমাদের সাহায্য করার মত কেউ নাই। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ খুবই ভালো মনের স্যার। তার এই সাহায্যটুকু আমার জীবনে অনেক উপকারে আসবে। আরও একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী জানান, আমার বাবা-মা অত্যন্ত গরীব। তাদের সামর্থ নেই যে আমাকে একটি বাইসাইকেল কিনে দিবে। আমি আজ বাইসাইকেল পেয়ে খুবই আনন্দিত। আমি এখন থেকে নিয়মিত স্কুলে যেতে পারব এবং ঠিক মত পড়াশুনা করতে পারব। আমি আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার মত গরীব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য। মহান সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন।
আরো পড়ুন:আদমদীঘির সাংবাদিক সামছুল আলম আর নেই
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, আগামীতে এ উপজেলায় আরও ক্ষুদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আই ও) কাওসার আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ।
One thought on “আদমদিঘীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ”