
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে।বুধবার (২ এপ্রিল) বিকালে সিলেট নগরীর পাঠানঠুলাস্থ মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটে।এর আগে মোটরসাইকেল শোডাউন দিয়ে কিছু যুবক মেয়রের বাসায় যান। তারপর সেখানে ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা আনোয়ারুজ্জামান। সম্প্রতি তাকে লন্ডনে আওয়ামী লীগের বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। এর আগে গত পাচ আগস্টও একবার তার বাসায় হামলা চালানো হয়।