Dhaka 7:38 pm, Thursday, 29 May 2025

নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট

উর্বশী রাউতেলার এবারের কান চলচ্চিত্র উৎসবে ।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এবারের কান চলচ্চিত্র উৎসবের যাত্রাটা খুব একটা সুখকর ছিল না। রেডকার্পেটে তার পোশাক থেকে শুরু করে সাজ নিয়ে নেটিজেনদের কাছে একের পর এক সমালোচনার কবলে পড়েছেন এ অভিনেত্রী। তবে এসবের কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের জবাব দিলেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন ।

উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদা ভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট

Update Time : 12:29:21 pm, Wednesday, 28 May 2025

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এবারের কান চলচ্চিত্র উৎসবের যাত্রাটা খুব একটা সুখকর ছিল না। রেডকার্পেটে তার পোশাক থেকে শুরু করে সাজ নিয়ে নেটিজেনদের কাছে একের পর এক সমালোচনার কবলে পড়েছেন এ অভিনেত্রী। তবে এসবের কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের জবাব দিলেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন ।

উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদা ভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’