
বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ক্যারিয়ারের শীর্ষ সময়ে যেমন অভিনয় ও রূপের জন্য আলোচিত ছিলেন, তেমনি নানা আন্তর্জাতিক আয়োজনে উপস্থিতির কারণেও ছিলেন খবরে। যদিও ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে খুব একটা দেখা যায় না, তবে শোনা যায় ২০০৮ সালে এক বিশেষ আমন্ত্রণে তিনি পাকিস্তানে গিয়েছিলেন।
ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ঐশ্বরিয়ার বড় ভক্ত ছিলেন এবং এক ব্যক্তিগত আয়োজনে তাকে উপস্থিত করাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন। যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ঐশ্বরিয়াও এ বিষয়ে কখনও মুখ খোলেননি।
এই খবর সম্প্রতি আবার আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান রাজনৈতিক প্রসঙ্গ ঘিরে পুরনো কিছু বিষয় সামনে আসার প্রেক্ষিতে। তবে অনেকে একে গুজব হিসেবেই দেখছেন, যেহেতু এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনও তথ্য বা প্রামাণ্য উৎস নেই।