
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা কিংস প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে। গোল, হাতাহাতি-ধাক্কাধাক্কি সবই হয়েছে প্রথমার্ধে। কিন্তু বিরতির পর ঝড়-বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় ম্যাচ। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লণ্ডভণ্ড হয়ে যায় প্রেসবক্স। মাঠে ঢুকে পড়েন গ্যালারির দর্শকরা। ঘণ্টা খানিক বিরতির পর খেলা আবার শুরু হলে কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে দুই দলের স্বাভাবিক খেলা হয় বিঘ্নিত। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুই দলের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের ১৫ মিনিট ১-১ সমতায় শেষ হয়। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধ শুরুর আগে দুই দলের অধিনায়ক, কর্মকর্তা,
আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে হতাশা প্রকাশ করতে দেখা যায়, কেননা, ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে কিংসকে খেলতে হতো দশজনকে নিয়ে। শিরোপা লড়াই অবশ্য কবে ফের মাঠে গড়াবে, সে ব্যাপারে অবশ্য কোনো ঘোষণা দেয়া হয়নি। য়মনসিংহে শুরুতে কিংস ছিল দাপুটে, নড়বড়ে আবাহনী। কিক অফের পরই হুয়ান লেসকানো ভীতি ছড়ান আবাহনীর রক্ষণে। চতুর্থ মিনিটে কিংসের সাদউদ্দিনের দূরপাল্লার প্রচেষ্টায় যায় পোস্টের বাইরে। গ্যালারিতে আসা কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ পেয়ে যায় পরের মিনিটেই। সাদের ফ্রি কিকে লেসকানোর হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়, বলের নাগাল পাওয়ার কোনো সুযোগই ছিল না মিতুল মারমার সামনে।