Dhaka 1:46 pm, Tuesday, 18 March 2025

ড. ইউনূসের গ্রামীণ শক্তি দইয়ে ভেজাল

অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে।

হাইকোর্টে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, ‘মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’ঢাকা সিটি করপোরেশন ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজালের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, ১০০ গ্রামের দইয়ের ওজন ছিল ৮০ বা ৬০ গ্রাম।পরবর্তীসময়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকান মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ড. ইউনূসের গ্রামীণ শক্তি দইয়ে ভেজাল

Update Time : 10:54:44 am, Tuesday, 18 March 2025

হাইকোর্টে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, ‘মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’ঢাকা সিটি করপোরেশন ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজালের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, ১০০ গ্রামের দইয়ের ওজন ছিল ৮০ বা ৬০ গ্রাম।পরবর্তীসময়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকান মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।