Dhaka 2:44 am, Thursday, 15 May 2025

ইবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি প্রায় ৯১ শতাংশ

উপস্থিতি প্রায় ৯১ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিটে আবেদন করেছিলেন ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন। উপস্থিতির হার প্রায় ৯১ শতাংশ।

রোববার (১১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘ডি’ ইউনিটের আওতাধীন বিভাগগুলো হলো ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। এসব বিভাগের সমন্বয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রসঙ্গে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, “পরীক্ষা দুটি একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল টিম নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন ছিল। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এই উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। জিএসটি থেকে পৃথকভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেও আমরা সন্তোষজনক উপস্থিতি পেয়েছি, যা আমাদের জন্য ইতিবাচক বার্তা। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনও সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ইবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি প্রায় ৯১ শতাংশ

Update Time : 08:34:15 am, Monday, 12 May 2025

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিটে আবেদন করেছিলেন ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন। উপস্থিতির হার প্রায় ৯১ শতাংশ।

রোববার (১১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘ডি’ ইউনিটের আওতাধীন বিভাগগুলো হলো ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। এসব বিভাগের সমন্বয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রসঙ্গে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, “পরীক্ষা দুটি একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল টিম নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন ছিল। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এই উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। জিএসটি থেকে পৃথকভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেও আমরা সন্তোষজনক উপস্থিতি পেয়েছি, যা আমাদের জন্য ইতিবাচক বার্তা। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনও সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে।”