Dhaka 7:41 am, Thursday, 3 April 2025

আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া রেলওয়ে পরিত্যক্ত রেস্ট হাউসের সামনে পাকা রাস্তার উপর থেকে গতরাতে দেশীয় অস্ত্রসহ আন্তঃ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ বিষয় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, আন্তঃ ডাকাত দলের সদস্যরা সোমবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার রেলওয়ের পরিতাক্ত রেস্ট হাউজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

গ্রেফকৃতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের মৃত আজিজার মন্ডলের ছেলে সামসুল হক (৫৪) নওগাঁ জেলার সদর থানার সাহাপুর গ্রামের মৃত অমূল্য সরকারের ছেলে আব্দুর রশিদ (৪৮) ও আত্রাই থানার আটগ্রাম এলাকার কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে  বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী বলেন, গতরাতে গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্যের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে গত মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

One thought on “আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

Update Time : 04:09:01 pm, Wednesday, 27 March 2024

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া রেলওয়ে পরিত্যক্ত রেস্ট হাউসের সামনে পাকা রাস্তার উপর থেকে গতরাতে দেশীয় অস্ত্রসহ আন্তঃ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ বিষয় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, আন্তঃ ডাকাত দলের সদস্যরা সোমবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার রেলওয়ের পরিতাক্ত রেস্ট হাউজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

গ্রেফকৃতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের মৃত আজিজার মন্ডলের ছেলে সামসুল হক (৫৪) নওগাঁ জেলার সদর থানার সাহাপুর গ্রামের মৃত অমূল্য সরকারের ছেলে আব্দুর রশিদ (৪৮) ও আত্রাই থানার আটগ্রাম এলাকার কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে  বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী বলেন, গতরাতে গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্যের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে গত মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।