
বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর সভার এক নম্বর ওয়ার্ডের বশিপুর গ্রামে রেজিয়া নামের এক গৃহবধূ গতকাল সন্ধ্যায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কারী রেজিয়া বেগম (৫০) আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী। গতকাল শনিবার (৩০ মার্চ) বেলা দুই ঘটিকার সময় নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পুলিশ ও পারিবারকি সুত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে এগারো ঘটিকার সময় পারিবারিক কলহের জের ধরে রেজিয়া বেগম তার স্বামীর বাড়িতে সকলের অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে।
এরপর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুই ঘটিকার সময় তিনি মৃত্যু বরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, রাজিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
One thought on “আদমদিঘীতে গৃহবধূর আত্মহত্যা”