
বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ জুন) বেলা ১২ টায় আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, যুদ্ধকালিন কমান্ডার
আবুল হোসেন, আব্দুল হাকিম, কাবিল উদ্দিন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, আবু তাহের, আকবর হোসেন, হবিবর রহমান, সাজ্জাদ হোসেন আঙ্গুর, জয়েন উদ্দিন, শাহজালাল প্রমুখ। সভায় সকল বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে কতিপয় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন ও শহীদ এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
One thought on “আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত”