
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে শুরু, এর পর কাজ করেছেন একাধিক সিনেমায়। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে খুব কম বয়সে বলিউডে নিজের জায়গা অর্জন করেছেন আলিয়া ভাট। একসঙ্গে সামলেছেন ব্যক্তিগত এবং পেশাগত জীবন। ১৫ মার্চ অভিনেত্রীর ৩১তম জন্মদিনপ্রথম প্রহরের আগে থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।আলিয়া ভাট প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন ১৯৯৯ সালে।
‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোটবেলায় আলিয়ার ওজন এতটাই বেশি ছিল যে বাবা মহেশ ভাট আলিয়াকে ‘আলু’ বলে ডাকতেন।এর পর ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে তার। সিনেমাটির জন্য ৪০০ জনের সঙ্গে অডিশন দিয়েছিলেন আলিয়া। নিজের সিনেমা রিলিজের আগে ভীষণ চিন্তায় ভুগেন আলিয়া। তার কথায়, ওই কয়েকটা দিন পৃথিবী ছেড়ে অন্য কোথাও যাওয়ার অপশন থাকলে হয়তো সেটাও করতেন তিনি।অভিনয় ছাড়া আলিয়া ছবি আঁকতে ভীষণ ভালোবাসেন, এছাড়া গান গাইতেও পছন্দ করেন। বাড়ির সবকিছু ভীষণ পরিপাটি করে রাখতে পছন্দ করেন। তার কথায়, অভিনেত্রী না হলে তিনি হতেন পার্টি অরগানাইজার।