Dhaka 3:55 am, Thursday, 29 May 2025

নতুন সম্পর্কে জেসিকা

দাম্পত্য বিচ্ছেদের মাধ্যমে শেষ দাঁড়ি টানলেন ।

প্রায় ১৭ বছরের দাম্পত্য বিচ্ছেদের মাধ্যমে শেষ দাঁড়ি টানলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। এমনকি প্রাক্তন স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন তিনি। হলিউডের আকাশে বাতাসে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। সম্প্রতি ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এই নায়িকাকে লন্ডনের রিজেন্টস পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। তারা দুজনে হাত ধরে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা গিয়েছে তাদের। শনিবারের সেই সন্ধ্যায় অ্যালবা কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ পরে ছিলেন।

আর সেই ব্যক্তির পরনে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি। পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় আলবা তার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের পথে হেঁটেছেন অ্যালবা। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সেই সময় তারা খুব ঘনিষ্ঠভাবে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গন করছিলেন। তারা ডেক চেয়ার ভাড়া নিয়ে বসে রোমান্সেও মেতেছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে অ্যালবা ও ক্যাশ ওয়ারেন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন যে, তারা আর একসঙ্গে থাকছেন না। অ্যালবা লেখেন, আমরা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। তবে এখন সময় এসেছে আলাদা হয়ে নিজেদের নতুন যাত্রা শুরু করার। আমাদের সন্তানেরাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নতুন সম্পর্কে জেসিকা

Update Time : 04:26:22 pm, Monday, 26 May 2025

প্রায় ১৭ বছরের দাম্পত্য বিচ্ছেদের মাধ্যমে শেষ দাঁড়ি টানলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। এমনকি প্রাক্তন স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন তিনি। হলিউডের আকাশে বাতাসে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। সম্প্রতি ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এই নায়িকাকে লন্ডনের রিজেন্টস পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। তারা দুজনে হাত ধরে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা গিয়েছে তাদের। শনিবারের সেই সন্ধ্যায় অ্যালবা কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ পরে ছিলেন।

আর সেই ব্যক্তির পরনে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি। পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় আলবা তার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের পথে হেঁটেছেন অ্যালবা। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সেই সময় তারা খুব ঘনিষ্ঠভাবে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গন করছিলেন। তারা ডেক চেয়ার ভাড়া নিয়ে বসে রোমান্সেও মেতেছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে অ্যালবা ও ক্যাশ ওয়ারেন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন যে, তারা আর একসঙ্গে থাকছেন না। অ্যালবা লেখেন, আমরা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। তবে এখন সময় এসেছে আলাদা হয়ে নিজেদের নতুন যাত্রা শুরু করার। আমাদের সন্তানেরাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।