
গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশে বেশ কয়েকটি দল গ্রেপ্তার দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মো. সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মো. মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মো. মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মো. রাকিব শেখ (২০) ও মো. শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মো. আল-আমিন (১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা মো. লাদেন (২২)। ডাকাতিতে ব্যবহৃত একটি বোল্ট বাটার, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, একটি বার্মিজ চাকু, এক জোড়া জুতা ও একটি কাপড়ের ব্যাগ
এ সময় ভুক্তভোগীরা ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতরা এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ডাকাতদের শনাক্ত করে একাধিক টিম রোববার ভোররাত ৫টার সময় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।