
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য ১২ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ঢাকা প্রিমিয়ার লীগের শেষ রাউন্ড খেলে সেই ক্যাম্পে যোগ দিতে ছুটবে নাজমুল হোসেন শান্তরা। তবে তারা সেখানে যোগ দিবে শুরুর একদিন পর। যে কারণে বিসিবি’র কাছে আবাহনী ও মোহামেডান চিঠি দিয়ে অনুমতি চেয়েছে।
কারণ ক্যাম্পের শুরুর দিন মিরপুর শেরেবাংলা মাঠে ডিপিএলের শেষ রাউন্ড খেলতে মাঠে নামবে এই দুই দল। আবাহনীর নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়াও, দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মুমিনুল হক সৌরভও আছেন এই দলে। মোহামেডানে খেলছেন মেহেদী হাসান মিরাজের মতো টেস্ট দলের অপরিহার্য ক্রিকেটার। জানা গেছে, ১২ই এপ্রিল যাদের ডিপিএলে ম্যাচ নেই, তারা সেদিন বিকালেই ক্যাম্পে যোগ দিবেন। অন্যদিকে, যাদের খেলা আছে তারা যাবেন রাতে। ২০শে এপ্রিল শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে শুরু হয়ে যাবে ডিপিএলের সুপার লীগ পর্ব।এখন আমরা সুপার লীগে বিপদে পড়বো সেটি আর বলার অপেক্ষা রাখে না। জানি না এই ঘাটতি পূরণ করবো কিভাবে!’ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লীগে ডিপিএলে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।