Dhaka 4:48 pm, Sunday, 16 March 2025

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাউফল সরকারি কলেজের ২০১ নং কক্ষে এই স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আন্দোলনে নিহত বাউফল উপজেলার ৬জন শহিদসহ সকল শহিদ ও আহতদের জন্য কোরআন তেলোয়াত ও দোয়া করা হয়। পরে স্মরণসভায় বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আবুল বশার তালুকদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আন্দোলনের পেছনের কারণ, ঘটনার শুরু এবং বিজয় সংক্রান্ত বিষয়ক নানামুখী বিষয় আলোচনা করা হয়েছে।

স্মরণসভার সমাপনী বক্তব্যে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি’র সদস্য আবুল বশার তালুকদার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম বৈষম্যের বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করতে লড়াই শুরু করে। দীর্ঘ একমাস তারা লড়াই করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে সকলকে নিজের যায়গা কাজ করার আহবান জানান তিনি।’

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

Update Time : 07:09:21 pm, Thursday, 28 November 2024

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাউফল সরকারি কলেজের ২০১ নং কক্ষে এই স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আন্দোলনে নিহত বাউফল উপজেলার ৬জন শহিদসহ সকল শহিদ ও আহতদের জন্য কোরআন তেলোয়াত ও দোয়া করা হয়। পরে স্মরণসভায় বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আবুল বশার তালুকদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আন্দোলনের পেছনের কারণ, ঘটনার শুরু এবং বিজয় সংক্রান্ত বিষয়ক নানামুখী বিষয় আলোচনা করা হয়েছে।

স্মরণসভার সমাপনী বক্তব্যে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি’র সদস্য আবুল বশার তালুকদার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম বৈষম্যের বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করতে লড়াই শুরু করে। দীর্ঘ একমাস তারা লড়াই করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে সকলকে নিজের যায়গা কাজ করার আহবান জানান তিনি।’