
হাল সময়ে নাটকের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। বর্তমানে নাটকের শুটিং, বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে তার। যদিও পরিকল্পনা করেই এই রমজানে নাটকের কাজের শিডিউল কম দিয়েছেন তিনি। নাটকের শুটিং গত মাসে টানা করেছেন তিনি। অন্তত ৮টি ঈদের নাটকের কাজ করেছেন। চলতি মাসে দু-তিনটি নাটকের শিডিউল দেয়া আছে।
সবমিলিয়ে প্রায় এক ডজনের বেশি নাটকে এবার দর্শক দেখতে পারবেন মাহিকে। এরমধ্যে রোমান্টিক, কমেডি ও ফ্যামিলি ড্রামার কাজ করেছেন। মাহি বলেন, গত মাসেই আমি নাটকের কাজ শেষ করেছি। রোজা রেখে নাটকের শুটিং টানা করাটা বেশ কঠিন। সে কারণেই এ মাসে দু-তিনটি নাটকের শিডিউল দিয়েছি। ঈদের নাটকগুলো কেমন হয়েছে? মাহি বলেন, ঈদের নাটক তো একটু বিশেষ হয়েই থাকে। সেদিক থেকে একটু ভালো বাজেট কিংবা একটু বড় আয়োজনে নাটকগুলোর শুটিং হয়েছে। আমার বিশ্বাস এগুলো দর্শকদের ভালো লাগবে। এদিকে নতুন আরেক খবর হলো, চলতি মাসে ভালো আয়োজনের দুটি বিজ্ঞাপনের শুটিং করতে যাচ্ছেন মাহি। দুটি বিজ্ঞাপনই ঈদে প্রচারে আসবে। এরমধ্যে ইন্দোনেশিয়ায় শুটিং হবে ভাইয়া হোটেল এন্ড রিসোর্টের সিলেটে নির্মিত পাাঁচ তারকা হোটেল ‘গ্রীন বীচ হিল স্টেশন’র বিজ্ঞাপনের। অন্য বিজ্ঞাপনটি নিয়ে আপাতত বলতে চান না মাহি। অনএয়ারের আগে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।