Dhaka 8:15 pm, Tuesday, 25 March 2025

কুষ্টিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন

সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, একলাছ, মুরাদ আলী, মাহাবুবুল হোসেন, মো. রাশেদুল, ওয়াসিম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায় শেষে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু নিজ বাড়ি আমবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা জেলার আলামডাঙ্গা যাওয়ার পথে আমবাড়ীয়া ঈদগাহ মাঠের দক্ষিণ গেট সংলগ্ন সড়কে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাকে গতিরোধ করে। এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।  এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় অভিযুক্ত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।

কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, জেলার মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল আলিম তদন্ত শেষ করে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বরে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এর ফলে ভুক্তভোগী পরিবারে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কুষ্টিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন

Update Time : 10:50:49 pm, Sunday, 23 March 2025

কুষ্টিয়া মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, একলাছ, মুরাদ আলী, মাহাবুবুল হোসেন, মো. রাশেদুল, ওয়াসিম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায় শেষে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু নিজ বাড়ি আমবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা জেলার আলামডাঙ্গা যাওয়ার পথে আমবাড়ীয়া ঈদগাহ মাঠের দক্ষিণ গেট সংলগ্ন সড়কে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাকে গতিরোধ করে। এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।  এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় অভিযুক্ত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।

কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, জেলার মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল আলিম তদন্ত শেষ করে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বরে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এর ফলে ভুক্তভোগী পরিবারে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।