Dhaka 9:08 am, Saturday, 15 March 2025

কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে আটক ৯

জেলার মানচিত্র

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেশে পুলিশের অভিযানে আট নারীসহ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। অভিযানের পরে বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে। পরে তারা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ করে থানায় আসার পর হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে আটক ৯

Update Time : 12:47:17 pm, Wednesday, 12 March 2025

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেশে পুলিশের অভিযানে আট নারীসহ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। অভিযানের পরে বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে। পরে তারা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ করে থানায় আসার পর হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।