
দেশের ৪ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ অন্তত ৮৫ জন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার ও ফেনী জেলায় এসব ঘটনা ঘটে। পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া চলছে।
পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আজ ভোরে নারী, শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ১৪ জন শিশু-কিশোর, ৬ জন নারী ও ১ জন তরুণ।
আজ বেলা পৌনে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গতকাল বিকেলে ভারতের গুজরাট এলাকা থেকে ওই ২১ জনকে আটক করে দেশটির পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁরা ভারতে ছিলেন এবং প্রাপ্তবয়স্করা সেখানে বিভিন্ন কাজ করতেন। গতকাল প্রথমে তাঁদের উড়োজাহাজ ও পরে বাসে করে সীমান্ত এলাকায় নিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের সদস্যরা তাঁদের সীমান্তে নিয়ে বাংলাদেশের দিকে ঠেলে পাঠান।
লালমনিরহাট
পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গতকাল গভীর রাতে ভারত থেকে ২০ জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নারী, ৭টি শিশু ও ২ জন পুরুষ।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ২০ থেকে ২৫ দিন ভারতের জেলে বন্দী ছিলেন। পরে পুলিশ তাঁদের সীমান্তে এনে এ পাশে ঠেলে দেয়। আটক ব্যক্তিরা বাংলাদেশি দাবি করায় তাঁদের কাগজপত্র যাচাই করা হচ্ছে।
মৌলভীবাজার
আজ ভোরে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩টি শিশু। পরে আজ সকালে উপজেলার তুতবাড়ি বাজার এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফ।
মুরইছড়া ক্যাম্প কমান্ডার আবু তাহের বলেন, আজ ভোরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওই ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁরা নিজেদের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা বলে দাবি করেছেন। ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। প্রাথমিক যাচাইয়ের পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী
আজ ভোরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অন্তত ৩৯ জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১৩টি শিশু, ১০ জন নারী এবং অন্যরা পুরুষ। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
’বিজিবি জানায়, আজ ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে ৬টি পরিবারের মোট ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। এ সময় স্থানীয় মানুষের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ছাগলনাইয়া ও অন্যদের ফুলগাজী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
এ ছাড়া ফেনী সীমান্তে দায়িত্বরত বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন ফুলগাজী সীমান্তে আরও ১৩ জনকে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান।
এদিকে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাঁর থানায় আটক ১২ জন নিজেদের ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছেন।