Dhaka 7:23 pm, Monday, 31 March 2025

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।তারা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের

জীতেন্দ্রনাথের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ে ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ্বর রায়ের ছেলে সুজন রায় (২১)। আটককৃত সবাই সনাতন ধর্মের অনুসারী।বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে

যাওয়ার জন্যই তাদের এই মিশন। এ সময় তাদের কাছে ৩টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এরই অংশ হিসেবে বড়শশী কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। শিশুদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থানেয়া হচ্ছে। এ ছাড়া দালাল চক্রকে ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

Update Time : 03:37:54 pm, Tuesday, 21 January 2025

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।তারা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের

জীতেন্দ্রনাথের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ে ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ্বর রায়ের ছেলে সুজন রায় (২১)। আটককৃত সবাই সনাতন ধর্মের অনুসারী।বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে

যাওয়ার জন্যই তাদের এই মিশন। এ সময় তাদের কাছে ৩টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এরই অংশ হিসেবে বড়শশী কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। শিশুদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থানেয়া হচ্ছে। এ ছাড়া দালাল চক্রকে ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।