Dhaka 1:38 pm, Friday, 23 May 2025

৭ গোলে বিধ্বস্ত নতুন রেকর্ড আর্সেনালের

চ্যাম্পিয়নস লিগে দেড় যুগ ।

চ্যাম্পিয়নস লিগে দেড় যুগ আগে যে দলের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ১৮ বছর পর সেই পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। তাদেরই মাঠে পিএসভিকে রীতিমতো বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আরতেতার দল।

পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়নে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে তারা।চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথমআর্সেনালের টমাস পার্টি বক্সে পিএসভির লুক ডি ইয়ংকে ফেলে দেওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে নামা আর্সেনাল ৪৭তম মিনিটে মার্টিন ওডেগার্ড ও পরের মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায়। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওডেগোর্ড। আর ৮৫তম মিনিটে পিএসভির কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন কালাফিওরিআজ রাতের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে, তবে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিজেদের মাঠে এগিয়েও লিওর বিপক্ষে মাঠ ছেড়েছে ১-১ ড্র নিয়ে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

৭ গোলে বিধ্বস্ত নতুন রেকর্ড আর্সেনালের

Update Time : 11:24:05 am, Wednesday, 5 March 2025
চ্যাম্পিয়নস লিগে দেড় যুগ আগে যে দলের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ১৮ বছর পর সেই পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। তাদেরই মাঠে পিএসভিকে রীতিমতো বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আরতেতার দল।

পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়নে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে তারা।চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথমআর্সেনালের টমাস পার্টি বক্সে পিএসভির লুক ডি ইয়ংকে ফেলে দেওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে নামা আর্সেনাল ৪৭তম মিনিটে মার্টিন ওডেগার্ড ও পরের মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায়। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওডেগোর্ড। আর ৮৫তম মিনিটে পিএসভির কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন কালাফিওরিআজ রাতের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে, তবে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিজেদের মাঠে এগিয়েও লিওর বিপক্ষে মাঠ ছেড়েছে ১-১ ড্র নিয়ে।