
চীনে মার্চে কয়লা আমদানি ৬ শতাংশ কমেছে। বন্দরগুলোয় জ্বালানি পণ্যটির বাড়তি মজুদ ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় আমদানি কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। আমদানি কমার প্রভাবে স্পট মার্কেটে কয়লার দাম গত চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রতিবেদন অনুযায়ী, মার্চে দেশটি মোট ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার টন।এদিকে ইন্দোনেশিয়ার খনি কোম্পানিগুলো রয়্যালটি বৃদ্ধির পরিকল্পনা ও পরিচালন ব্যয় বৃদ্ধির মুখে দাম কমায়নি।