
আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো. ইয়েছি নারীর ছেলে ছেলে ইব্রাহিম (১৮), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে মো. নাজমুল খান(১৮), আশুলিয়া ভাদাইল পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম(১৮), আশুলিয়ার ভাদাইলের প্রবলেমটাকে এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), আশুলিয়ার ভাদাইলের পবনারটেক উত্তপাড়া এলাকার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)। তারা সবাই ভাদাইল পবনারটেক এলাকায় ভাড়া থাকত।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তিনি জানান, আশুলিয়ার শ্রীপুরে সম্প্রতি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের চিহ্নিত করে আজ রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।