Dhaka 8:28 pm, Thursday, 8 May 2025

৫১তম জন্মদিনে কাঞ্চনকে চমকে দিলেন শ্রীময়ী

৫১ বছরে পা দিলেন এ অভিনেতা।

টালিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের গতকাল (৬ মে) ছিল জন্মদিন। এদিন ৫১ বছরে পা দিলেন এ অভিনেতা। এই দিনটা আরও বিশেষ করে তুলতে পরিকল্পনামাফিক কাজ করেছেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। চমকে দিয়েছেন অভিনেতাকে।সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, পঞ্চম শ্রেণি পর্যন্ত জন্মদিনটা আমার কাছে উৎসব ছিল। ঠাকুরদা-ঠাকুমার আদরের নাতি ছিলাম। তার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় উদযাপন।

তিনি বলেন, এখন অভিনেতার জন্মদিনের সবটাই স্ত্রী শ্রীময়ী চট্টরাজের হাতে। সবটা তারই পরিকল্পনা।‘বুলেট সরোজিনী’র শুটিংয়ের ফাঁকেই স্বামীর জন্মদিনের নিখুঁত পরিকল্পনা করেছেন তিনি। সকাল ৮টায় কল টাইম। রাত অবধি চলছে শুটিং। তার মাঝেই জন্মদিনের নিমন্ত্রণ করেছেন কাছের সবাইকে। আবার সেখানেই সবাইকে বলেও দেওয়া হয়েছে— ভুল করেও কাঞ্চন যেন জানতে না পারে। এ কারণেই নিজের সবটা তার ওপরেই ছেড়ে দিয়েছেন কাঞ্চন। অভিনেতা বলেন, আমার ‘হোমমেকার’ ।

 ‘প্ল্যান মেকার’— সবটাই শ্রীময়ী। সকাল থেকে শুটিং করেও যে এভাবে চমকে দেবে ভাবিনি।তবে শ্রীময়ীর দিদি তার মা-বাবা যথাসম্ভব চেষ্টা করেছেন এই দিনটা যেন একটু অন্যভাবে কাটাতে পারেন কাঞ্চন। ছোটবেলায় এই দিনে কাঞ্চনের মা পায়েস রান্না করতেন। কাঞ্চন ছোট থেকেই খেতে ভালোবাসেন। কাঞ্চন বলেন, আমার শাশুড়ি মা দারুণ পায়েস রান্না করেন। আর শ্বশুর উত্তর কলকাতা থেকে আমার প্রিয় রসগোল্লা এনেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

৫১তম জন্মদিনে কাঞ্চনকে চমকে দিলেন শ্রীময়ী

Update Time : 03:52:51 pm, Wednesday, 7 May 2025

টালিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের গতকাল (৬ মে) ছিল জন্মদিন। এদিন ৫১ বছরে পা দিলেন এ অভিনেতা। এই দিনটা আরও বিশেষ করে তুলতে পরিকল্পনামাফিক কাজ করেছেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। চমকে দিয়েছেন অভিনেতাকে।সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, পঞ্চম শ্রেণি পর্যন্ত জন্মদিনটা আমার কাছে উৎসব ছিল। ঠাকুরদা-ঠাকুমার আদরের নাতি ছিলাম। তার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় উদযাপন।

তিনি বলেন, এখন অভিনেতার জন্মদিনের সবটাই স্ত্রী শ্রীময়ী চট্টরাজের হাতে। সবটা তারই পরিকল্পনা।‘বুলেট সরোজিনী’র শুটিংয়ের ফাঁকেই স্বামীর জন্মদিনের নিখুঁত পরিকল্পনা করেছেন তিনি। সকাল ৮টায় কল টাইম। রাত অবধি চলছে শুটিং। তার মাঝেই জন্মদিনের নিমন্ত্রণ করেছেন কাছের সবাইকে। আবার সেখানেই সবাইকে বলেও দেওয়া হয়েছে— ভুল করেও কাঞ্চন যেন জানতে না পারে। এ কারণেই নিজের সবটা তার ওপরেই ছেড়ে দিয়েছেন কাঞ্চন। অভিনেতা বলেন, আমার ‘হোমমেকার’ ।

 ‘প্ল্যান মেকার’— সবটাই শ্রীময়ী। সকাল থেকে শুটিং করেও যে এভাবে চমকে দেবে ভাবিনি।তবে শ্রীময়ীর দিদি তার মা-বাবা যথাসম্ভব চেষ্টা করেছেন এই দিনটা যেন একটু অন্যভাবে কাটাতে পারেন কাঞ্চন। ছোটবেলায় এই দিনে কাঞ্চনের মা পায়েস রান্না করতেন। কাঞ্চন ছোট থেকেই খেতে ভালোবাসেন। কাঞ্চন বলেন, আমার শাশুড়ি মা দারুণ পায়েস রান্না করেন। আর শ্বশুর উত্তর কলকাতা থেকে আমার প্রিয় রসগোল্লা এনেছেন।