Dhaka 9:03 pm, Sunday, 30 March 2025

দুদকের মামলায় জি কে শামীমের ৫ বছরের কারাদণ্ড

জি কে শামীমের ৫ বছরের কারাদণ্ড

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এদিন এ মামলায় জি কে শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দেন আদালত।

বিচারক জি কে শামীমকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জি কে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত সে সময় রায় থেকে উত্তোলনপূর্বক মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন নির্ধারণ করেন। এরপরে পুনসাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা যায়, গত ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুদকের মামলায় জি কে শামীমের ৫ বছরের কারাদণ্ড

Update Time : 03:44:17 pm, Thursday, 27 March 2025

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এদিন এ মামলায় জি কে শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দেন আদালত।

বিচারক জি কে শামীমকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জি কে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত সে সময় রায় থেকে উত্তোলনপূর্বক মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন নির্ধারণ করেন। এরপরে পুনসাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা যায়, গত ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।