
ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র, মাদক ও বোটসহ ৫ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।গতকাল মঙ্গলবার রাতে জেলেদের বোটে ডাকাতি করার সময় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।বুধবার (১৯ মার্চ) কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের সকলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।
লেফটেন্যান্ট রিফাত আহমেদ বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা মঙ্গলবার রাতে জেলেদের বোটে ডাকাতি করার সময় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় শাহীন বাহিনীর ৫ সদস্যকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ আটক করা হয়৷ আটকদের এবং জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মিডিয়া কর্মকর্তা।