Dhaka 5:29 pm, Saturday, 15 March 2025

খুলনায় জাতিসংঘ পার্কে ৫ দিন ব্যাপি চলছে ইসলামি বই মেলা

খুলনায় জাতিসংঘ পার্কে ৫ দিনব্যাপি চলছে  ইসলামি বই মেলা।মেলায় মানুষের আনাগোনা থাকলেও বই বিক্রি নিয়ে কেউ সন্তুষ্ট প্রকাশ করলেও আবার বিক্রেতারা কেউবা দিচ্ছেন ভিন্ন মত।আর ৫ দিন ব্যাপি মেলার আয়োজন আজ রাত ৯ টায় শেষ হবে।গতকাল রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ইসলামি বই মেলা গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে আজ ২১ ডিসেম্বর ৫ দিনের জন্য আয়োজন করা হয়।গতরাতে মেলায় গিয়ে দেখা যায়,স্টল গুলোতে অনেকেই ভিড় করছেন। কেউ কেউ পছন্দের ধর্মিয় বই কিনতে ব্যাস্ত।আবার কেউ পছন্দের ধর্মিয় বই পড়ছেন। অনেকে বই নিয়ে ছবিও তুলছেন।এ বছর মেলায় ৩৮ টি স্টলে শতাধিক প্রকাশনী অংশ নিয়েছে। আদ-দ্ধীন শপ খুলনার আয়োজনে ও বাংলাদেশ সৃজনশীল ইসলামী  পুস্তক প্রকাশনী সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।মেলায় আয়োজনকারী বুক স্টল  আদ- দ্ধীন শপের সত্তাধীকারী সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান,এটি প্রকাশকদের মেলা। মেলায় একমাত্র তারা ছাড়া প্রত্যেকে নিজ নিজ প্রকাশনীর বই বিক্রি করছেন।তিনি বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। মেলায় পুনরায় প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয় কর্মী হাসান মাহমুদ ভিন্ন মত পোষণ করেন,তিনি বলেন বিক্রি অনেকটা কম।মেলায় প্রথম দিন পাঠকদের উপস্থিতি বেশি ছিল। তিনি বলেন,আমার স্টলে ৪০ জন লেখকের বই রয়েছে। এ বছর মেলায়,শিশুতোষ, উপন্যাস,ভুতের গল্পের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইতিহাস,বিশ্লেষন ও দর্শনের বইয়ের তেমন কোন পাঠক নেই।মেলায় আবরন প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয়  কর্মী মো: মিরাজ বলেন,বই বিক্রি মোটামুটি ভালো। প্রায় ৭০ জন লেখকের বই নিয়ে মেলায় অংশ নিয়েছি।তিনি আশা করেন মেলার শেষ দিন ভাল বেচা বিক্রি হবে।মেলায় আগত ক্রেতা রাবেয়া খানম হিরার সাথে কথা হলে তিনি বলেন, চার খলীফার বই পেলে তিনি কিনবেন। কথা হয় আব্দুল ওয়াদুদ তপু নামের গাজী মেডিকেল কলেজের একজন চাকুরীজীবীর সাথে তিনি সস্ত্রীক মেলায় এসেছেন ঘুরে দেখতে,পছন্দ হলে বই কিনবেন।আয়োজকরা জানান ৫ দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় খুলনাবাসীর উপস্থিতি আগামী বছর মেলার আয়োজনের পরিধি আরো বাড়বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

খুলনায় জাতিসংঘ পার্কে ৫ দিন ব্যাপি চলছে ইসলামি বই মেলা

Update Time : 06:56:57 pm, Saturday, 21 December 2024
খুলনায় জাতিসংঘ পার্কে ৫ দিনব্যাপি চলছে  ইসলামি বই মেলা।মেলায় মানুষের আনাগোনা থাকলেও বই বিক্রি নিয়ে কেউ সন্তুষ্ট প্রকাশ করলেও আবার বিক্রেতারা কেউবা দিচ্ছেন ভিন্ন মত।আর ৫ দিন ব্যাপি মেলার আয়োজন আজ রাত ৯ টায় শেষ হবে।গতকাল রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ইসলামি বই মেলা গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে আজ ২১ ডিসেম্বর ৫ দিনের জন্য আয়োজন করা হয়।গতরাতে মেলায় গিয়ে দেখা যায়,স্টল গুলোতে অনেকেই ভিড় করছেন। কেউ কেউ পছন্দের ধর্মিয় বই কিনতে ব্যাস্ত।আবার কেউ পছন্দের ধর্মিয় বই পড়ছেন। অনেকে বই নিয়ে ছবিও তুলছেন।এ বছর মেলায় ৩৮ টি স্টলে শতাধিক প্রকাশনী অংশ নিয়েছে। আদ-দ্ধীন শপ খুলনার আয়োজনে ও বাংলাদেশ সৃজনশীল ইসলামী  পুস্তক প্রকাশনী সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।মেলায় আয়োজনকারী বুক স্টল  আদ- দ্ধীন শপের সত্তাধীকারী সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান,এটি প্রকাশকদের মেলা। মেলায় একমাত্র তারা ছাড়া প্রত্যেকে নিজ নিজ প্রকাশনীর বই বিক্রি করছেন।তিনি বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। মেলায় পুনরায় প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয় কর্মী হাসান মাহমুদ ভিন্ন মত পোষণ করেন,তিনি বলেন বিক্রি অনেকটা কম।মেলায় প্রথম দিন পাঠকদের উপস্থিতি বেশি ছিল। তিনি বলেন,আমার স্টলে ৪০ জন লেখকের বই রয়েছে। এ বছর মেলায়,শিশুতোষ, উপন্যাস,ভুতের গল্পের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইতিহাস,বিশ্লেষন ও দর্শনের বইয়ের তেমন কোন পাঠক নেই।মেলায় আবরন প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয়  কর্মী মো: মিরাজ বলেন,বই বিক্রি মোটামুটি ভালো। প্রায় ৭০ জন লেখকের বই নিয়ে মেলায় অংশ নিয়েছি।তিনি আশা করেন মেলার শেষ দিন ভাল বেচা বিক্রি হবে।মেলায় আগত ক্রেতা রাবেয়া খানম হিরার সাথে কথা হলে তিনি বলেন, চার খলীফার বই পেলে তিনি কিনবেন। কথা হয় আব্দুল ওয়াদুদ তপু নামের গাজী মেডিকেল কলেজের একজন চাকুরীজীবীর সাথে তিনি সস্ত্রীক মেলায় এসেছেন ঘুরে দেখতে,পছন্দ হলে বই কিনবেন।আয়োজকরা জানান ৫ দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় খুলনাবাসীর উপস্থিতি আগামী বছর মেলার আয়োজনের পরিধি আরো বাড়বে।