Dhaka 4:51 am, Monday, 19 May 2025

খালেদা জিয়ার সঙ্গে এলডিপি সভাপতি অলি আহমদের ৪৫ মিনিটের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে এলডিপি সভাপতি অলি আহমদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। রবিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন এবং রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে আসেন।

জানা গেছে, দুই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে প্রায় ৪৫ মিনিটব্যাপী সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন অলি আহমদ।

এ বিষয়ে এলডিপি প্রেসিডেন্টের গণমাধ্যম উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, “সন্ধ্যায় ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়। কর্নেল অলি আহমদ তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও শুভকামনা জানান।”

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এলডিপি সভাপতি। ৭ জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ৫ জানুয়ারি তাদের মধ্যে ৩০ মিনিটব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সাম্প্রতিক এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

খালেদা জিয়ার সঙ্গে এলডিপি সভাপতি অলি আহমদের ৪৫ মিনিটের বৈঠক

Update Time : 11:57:29 pm, Sunday, 18 May 2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। রবিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন এবং রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে আসেন।

জানা গেছে, দুই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে প্রায় ৪৫ মিনিটব্যাপী সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন অলি আহমদ।

এ বিষয়ে এলডিপি প্রেসিডেন্টের গণমাধ্যম উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, “সন্ধ্যায় ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়। কর্নেল অলি আহমদ তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও শুভকামনা জানান।”

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এলডিপি সভাপতি। ৭ জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ৫ জানুয়ারি তাদের মধ্যে ৩০ মিনিটব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সাম্প্রতিক এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।