
টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের হানায় লুট হয়েছে প্রায় অর্ধ লাখ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিল। পথে সাগরদিঘী-ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। গাছ ফেলে সড়ক অবরোধ করে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।
শিক্ষার্থীরা চিৎকার করতে থাকলে এক শিক্ষার্থীর গলায় রাম দা ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। ওই শিক্ষার্থীর বরাত দিয়ে সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাতদলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে। পরে গাড়ির ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে পড়ে। সে সময় গাড়িতে থাকা লোকজনের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। তখন বাসে থাকা ছাত্র-ছাত্রীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেয়। আতঙ্কে যার কাছে যা ছিল, সব দিয়ে দেয়।ডাকাতির সময় প্রায় অর্ধ লাখ নগদ টাকা, ৮টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানান তিনি।