
নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১ কোটি ২০ লাখ টাকা এবং ৫০ লাখ টাকার চেক হাতিয়ে নেয়। একেকটি কয়েন ২০ বিলিয়ন ডলারে বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি।
অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের নামে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে নগদ অর্থ ছাড়াও ১০টি মোবাইল, ৪টি ম্যাগনেটিক কয়েন ও ৫০ লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ।