
জয়পুরহাটের ক্ষেতলালে ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।রোববার (২৫ মে) দুপুর ১২টায় আলমপুর ইউনিয়ন পরিষদের সামনের সুহলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বানিয়াচাপর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৫), পাচুইল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির (১৭) এবং বিএনপি কর্মী রাজু (২২) ও জুয়েল (২৫) গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভিজিএফের আওতায় দুস্থদের মাঝে ১০ কেজি চাল বিতরণের জন্য কার্ড ভাগাভাগী নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সমঝোতা হয়। রোববার সকাল ১০টায় পরিষদের ভেতরে দু’পক্ষের মধ্যে আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর ১২টায় বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পৌঁছে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান।এ বিষয়ে আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা খাতুন বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিষদের সব বরাদ্দ সমঝোতার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে সব কিছু সমাধান করা হয়েছে। এ নিয়ে বাইরে তাদের মধ্যে কী হয়েছে আামি জানি না।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসাইন বলেন, আলমপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ড বিষয়ে প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলা হয়েছে। আমরা উভয় পক্ষ বসে সমাধানের চেষ্টা করছি।ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিজিএফ কার্ড বিতরণে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।