
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। টর্নেডোর আঘাতে দেশটির ৬ অঞ্চলে কমপক্ষে ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সবচেয়ে বেশি কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন মিসৌরি অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘরের ছাদ পর্যন্ত উঠে গেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজের।
তীব্র বাতাস পূর্ব দিকে মিসিসিপি ভ্যালি এবং দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে, যার ফলে ছয়টি রাজ্যে কমপক্ষে ৩১ জন নিহত, আরও অনেকে আহত হয়েছেন। বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে আছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।
সিবিএস নিউজ বলছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজ্যের ৮৪০ রোড ফায়ার নামে পরিচিত আগুনের ঘটনায় ইতোমধ্যে সাড়ে ২৭ হাজার একর এলাকা পুড়ে গেছে।