Dhaka 9:14 pm, Saturday, 24 May 2025

বন্দরে ৩ জনকে পিটিয়ে জখম

বন্দরে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় একই পরিবারের বাবা-ছেলে ও মেয়েকে  পিটিয়ে জখম করেছে মাদক কারবারিরা। গত বৃহস্পতিবার বিকালে লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আহত খাজা আব্দুর রশিদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল সহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে মাদক কারবারি সিন্ডিকেট। এ

ঘটনায় আহত জনি বাদী হয়ে মাঈনুল (২৬), পারভেজ (৩২), মিলন হোসেন (৫০) সহ ছয়জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলা মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের কানার বাড়ির ভাড়াটিয়া মিলন হোসেনের ছেলে মাঈনুল লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে মঈনুলকে ইয়াবা বিক্রি করতে বাধা দেয় খাজা রশিদ। পরে মঈনুল তার

ভাই পারভেজ ও মিলন হোসেন সহ ১০-১২ জন মিলে খাজা রশিদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা খাজা রশিদকে মারধর শুরু করলে তার মেয়ে রুজিনা (৩৫) এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে নগদ পাঁচ লাখ টাকা, ১ জোড়া স্বর্ণের জিনিস ও একটি মোটরসাইকেল ভাঙচুর সহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম জানান,  অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বন্দরে ৩ জনকে পিটিয়ে জখম

Update Time : 02:11:11 pm, Saturday, 25 January 2025

বন্দরে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় একই পরিবারের বাবা-ছেলে ও মেয়েকে  পিটিয়ে জখম করেছে মাদক কারবারিরা। গত বৃহস্পতিবার বিকালে লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আহত খাজা আব্দুর রশিদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল সহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে মাদক কারবারি সিন্ডিকেট। এ

ঘটনায় আহত জনি বাদী হয়ে মাঈনুল (২৬), পারভেজ (৩২), মিলন হোসেন (৫০) সহ ছয়জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলা মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের কানার বাড়ির ভাড়াটিয়া মিলন হোসেনের ছেলে মাঈনুল লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে মঈনুলকে ইয়াবা বিক্রি করতে বাধা দেয় খাজা রশিদ। পরে মঈনুল তার

ভাই পারভেজ ও মিলন হোসেন সহ ১০-১২ জন মিলে খাজা রশিদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা খাজা রশিদকে মারধর শুরু করলে তার মেয়ে রুজিনা (৩৫) এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে নগদ পাঁচ লাখ টাকা, ১ জোড়া স্বর্ণের জিনিস ও একটি মোটরসাইকেল ভাঙচুর সহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম জানান,  অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন