
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে এক হাজার ৮৮০ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।গ্রেফতারকৃতদের নাম- মোঃ নাজমুল (২২), মোঃ রবিউল ইসলাম আব্দুল্লাহ (২৩) ও মোঃ সাব্বির হোসেন (৩০)। তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।তেজগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মৎস্য মার্কেট সংলগ্ন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টহল টিম ও সেনাবাহিনীর তেজগাঁও ক্যাম্পের একটি টিম। এ সময় তাদের একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসমূহের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৬৪ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃরাসহ পলাতক একজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত নাজমুল ও রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি করে মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।