
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. পারভিন বেগম (৫০), মোসা. জোসনা বেগম (৫০) ও মো. আতিকুর রহমান রবিন (৩৩)।
আজ বুধবার (১৯ মার্চ) যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। যাত্রাবাড়ীর অভিমুখে চেকপোস্ট তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের দেখানো প্রাইভেটকারের পিছনের ডালা থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসার সাথে জড়িত। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল ও বহন করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।