Dhaka 3:18 pm, Friday, 14 March 2025

দিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

দিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার,

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল এবং অভিযান চলাকালীন বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ জেলা থেকে ১৩ জন এবং দক্ষিণ পূর্ব জেলা থেকে ১১ জন অবৈধভাবে বসবাস করছিল। এছাড়া, পুলিশের তদন্তে আরও ১০ জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে।গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় আরও পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে, দুইজন সদর বাজারে এবং তিনজন আউটার ডিসট্রিক্ট থেকে আটক হয়েছেন। এদেরও বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এই অভিযান এখনও চলমান রয়েছে।

এছাড়া, গত ৮ মার্চ দিল্লি পুলিশ ভাসন্ত কুঞ্জ এলাকার জয় হিন্দ ক্যাম্পে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি যাচাই অভিযান পরিচালনা করেছিল। দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবী মালিক জানান, অভিযানের সময় অভিবাসীদের কাছে পরিচয়পত্র চাওয়া হয় এবং তাদের সমস্ত নথিপত্র যাচাই করা হয়। সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট জেলার কর্তৃপক্ষের কাছে তা যাচাইয়ের জন্য পাঠানো হয়।উল্লেখ্য, গত জানুয়ারিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা পুলিশকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পর থেকেই দিল্লিতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

Update Time : 12:12:10 am, Thursday, 13 March 2025

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল এবং অভিযান চলাকালীন বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ জেলা থেকে ১৩ জন এবং দক্ষিণ পূর্ব জেলা থেকে ১১ জন অবৈধভাবে বসবাস করছিল। এছাড়া, পুলিশের তদন্তে আরও ১০ জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে।গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় আরও পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে, দুইজন সদর বাজারে এবং তিনজন আউটার ডিসট্রিক্ট থেকে আটক হয়েছেন। এদেরও বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এই অভিযান এখনও চলমান রয়েছে।

এছাড়া, গত ৮ মার্চ দিল্লি পুলিশ ভাসন্ত কুঞ্জ এলাকার জয় হিন্দ ক্যাম্পে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি যাচাই অভিযান পরিচালনা করেছিল। দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবী মালিক জানান, অভিযানের সময় অভিবাসীদের কাছে পরিচয়পত্র চাওয়া হয় এবং তাদের সমস্ত নথিপত্র যাচাই করা হয়। সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট জেলার কর্তৃপক্ষের কাছে তা যাচাইয়ের জন্য পাঠানো হয়।উল্লেখ্য, গত জানুয়ারিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা পুলিশকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পর থেকেই দিল্লিতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।