
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী এলাকায় এক মাদক কারবারিকে ধাওয়া করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বহন করছিল। পরে ওই মোটারসাইকেলও জব্দ করা হয়।শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দল মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় এসব উদ্ধার করা হয়।বিজিবি জানায়, সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখানে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নেয়া হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চলছে।দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ বায়েজিদ জানান, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল বিজিবি হেফাজতে রয়েছে। রোববার সকালে ভূরুঙ্গামারী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।